Aspirants - ক্যারিয়ার, প্রেম ও বন্ধুত্বের টানাপোড়েন
এই প্রথম আমি এমন একটা ওয়েব সিরিজ দেখলাম যেটা দেখে সত্যিই মুহূর্তের মধ্যে নিজের মধ্যে অনেকখানি পরিবর্তন লক্ষ্য করেছি। এই সিরিজের পাঁচটা এপিসোডেই যেন নিজের ভুলগুলোই খুঁজে পেয়েছি। ক্যারিয়ার, সফলতা, গাড়ি-বাড়ি এসবের প্রতি খুব বেশি অন্ধ হয়ে কাছের মানুষদের দূরে সরে দেওয়া বর্তমান সময়ের খুব স্বাভাবিক এক ঘটনা। আর এই স্বাভাবিক ঘটনাটা দিনশেষে মানুষের জন্য কতোটা কষ্টের, বেদনার হতে পারে এই ওয়েব সিরিজে সেটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে।
সাইকোলজিস্ট Yahia Amin স্যার একটা ভিডিওতে বলেছিলেন তিনি তাঁর লাইফে এমন অসংখ্য পেশেন্ট পেয়েছেন যারা কিনা প্রফেশনাল লাইফে খুব সফল কিন্তু ব্যক্তিগত জীবনে সুখী না। দেখা যায় তারা প্রচুর টাকার মালিক অথচ তাদের ছেলে মেয়েরা অবাধ্য। স্ত্রী তাকে পাত্তা দিচ্ছে না। দিনশেষে মনের মধ্যে নেই কোনো সুখ।
এই সিরিজ দেখে এখন উপলব্ধি করতে পারছি কেন একটা মানুষের সব থাকা সত্ত্বেও সে সুখী হতে পারে না। প্রিয়জনদের প্রাপ্য সময়টুকু যদি তাদের না দিয়ে অন্য কোনো কিছুর পিছে ব্যয় করা হয় , তাহলে আমাদের সফল হওয়ার পর হাত্তালি দেওয়ার জন্য হলেও কি তাদেরকে পাশে পাওয়া যাবে?
একটা কথা আছে না, "বড় হও, তবে কাউকে ছোট করে নয়। সফল হও, কিন্তু কাউকে ঠকিয়ে নয়।"
একবিংশ শতাব্দীর এই সময়ে এসে হয়তো একটু হলেও আমাদের ভাবায় সময় এসেছে। বড় হতে গিয়ে, সফল হতে গিয়ে আমরা কাছের মানুষদের দূরে সরে দিচ্ছি না তো?
কুর্নিশ Unacademy -র প্রতি এতো সুন্দর একটি টিভি সিরিজ বানানোর জন্য। ভবিষ্যতে এমন আরো টিভি সিরিজ যেন তারা বের করে, সেই অপেক্ষায় রবো।
Mind blowing
ReplyDelete