"আপনাকে যদি এমন একটি সাজেশন দিতে বলা হয় যেটি আপনার মতে প্রত্যেক মানুষের মেনে চলা উচিত, তাহলে সেই সাজেশন কী হতো?"
উপরের এই কথাটা যাকেই বলা হোক না কেন, তার কাছ থেকেই পাওয়া যেতে পারে চমকপ্রদ কোনো শিক্ষা। এমন শিক্ষাও পাওয়া যেতে পারে যেটা উপলব্ধি করতে তার নিজেরই কেটে গেছে বছরের পর বছর। আর আপনি সেটা জেনে গেলেন নিমিষেই।
আমার কাছে বাদল সৈয়দ স্যারের 'স্বপ্নডানা' বইটা কিছুটা ওই একটিমাত্র সাজেশন চাওয়ার উত্তরের মতই মনে হয়েছে। স্যার তাঁর নিজের জীবন নিংড়ে খুঁজে বের করেছেন সেরা সেরা কিছু শিক্ষা ; যেগুলো বইয়ের পৃষ্ঠায় পৃষ্ঠায় ফুটে তুলেছেন দারুণভাবে। পাশাপাশি আরো আছে কালজয়ী বিভিন্ন ব্যক্তির জীবনের সেরা শিক্ষাগুলো, যেগুলো মনোজগতে দারুণভাবে নাড়া দিয়েছে।
বইয়ের কিছু অংশের সাথে ব্যক্তিগতভাবে আমার দ্বিমত রইলেও স্যারের চিন্তাধারা দেখে আমি সত্যিই মুগ্ধ। এই বইটা পড়ার সময় আমার ব্যপকভাবে ঈর্ষা হয়েছে এটা ভেবে আমি ক্যানো স্যারের মত না?
মানবিক গুণাবলি কিংবা নৈতিক মূল্যবোধ নিয়ে পৃষ্ঠার পর পৃষ্ঠা রচনা লিখেছি ছোট থেকেই। কিন্তু মনের ভেতর থেকে মানবিকতা- জিনিসটা আসলে কী সেটাকে উপলব্ধি করতে শিখিনি।
বাদল সৈয়দ স্যারের 'রোজাবেল মা তোকে বলছি' এবং 'স্বপ্নডানা' বই দুটো পড়ে কেবল উপলব্ধি করতে শিখছি। আর দিনের পর দিন বুঝে চলেছি আমার লাইফ স্টাইল কত শত নেগেটিভ ইমোশোন দিয়ে ভরপুর। দাম্ভিকতা, হিংসা, লোভ....আরো কতো কতো নেগেটিভ ইমোশনগুলো নিজেকে দিন দিন পিছিয়ে নিয়ে যাচ্ছে, স্যারের বই দুটো পড়ে সেটা আরো উপলব্ধি করেছি।
কুর্নিশ আপনার প্রতি বাদল সৈয়দ স্যার❤️
পাশাপাশি আসাদুজ্জামান জয় ভাইকে অসংখ্য ধন্যবাদ এই বইটা স্পেশালি রিকমেন্ড করার জন্য,
আপনার প্রত্যক্ষ এবং পরোক্ষ প্রভাবেই বইটি পড়েছি।। থ্যাংক্স এগেইন❤️
 |
|
Comments
Post a Comment