অনাত্মীয় দম্পতি - চাকরি জীবন ও পারিবারিক জীবন নিয়ে গল্প

 ❝অনাত্মীয় দম্পতি❞ দারুণ একটা নাটক।


এই রকম শিক্ষণীয় নাটক দেখার জন্যই মনে হয় এক কালে সিডির পর সিডি বিক্রি হতো দোকানে। কিংবা পরিবারের সবাই মিলে টিভির সামনে নাস্তা নিয়ে বসত।

৫০মিনিটের এই নাটকে সমাজের খুব কমন একটা সমস্যা দেখানো হয়েছে। হাজবেন্ড ওয়াইফ উভয়ই তাদের চাকরি জীবনের সাথে পারিবারিক জীবন গুলিয়ে ফেলেন। তার ফলে সন্তানের ভবিষ্যৎ অন্ধকারের দিকে যেতে থাকে। অথচ চাইলেই কারণগুলো কতোটা সহজ ভাবে সমাধান করা যায় তা কেন্দ্র করেই গড়ে উঠেছে গল্পটা।

বাবার চরিত্রে প্রথিতযশা মোশাররফ করিম ছিলেন অনবদ্য। অসাধারণ ছিল তার অভিনয়, এক্সপ্রেশন। চরিত্রের ভার অনুযায়ী ছিল পরিমিত আচরণ। পাশাপাশি অন্যান্য সব কিছুও ছিলো মাপা মাপা। বর্তমানে এই লোকের চাইতে ভার্সেটাইল এক্টর খুব কমই আছে আমাদের দেশে। গুণী অভিনেত্রী তারিন জাহান মায়ের চরিত্রে ছিলেন অসাধারণ ৷ দুজনের অভিনয় গুণে নাটকটা হয়ে উঠেছে জীবন্ত ও বাস্তব ৷

ছোট্ট শিশু শিল্পী আরফা আক্তার আনিশার মন ভোলানো অভিনয় ছিল এই নাটকের অন্যতম প্রাপ্তি ৷
তার এক্টিং স্কিলটায় বাহবা দেয়া উচিৎ। অসাধারণ করেছে সে।

যদি জিজ্ঞেস করা হয় দেখার মতো কিনা এই নাটকটা? উত্তরে বলা যায় অবশ্যই এইটা মাস্ট ওয়াচ।

Comments

Popular posts from this blog

স্বপ্নডানা - আকাশছোঁয়ার গল্প বলবে যে বই

Aspirants - ক্যারিয়ার, প্রেম ও বন্ধুত্বের টানাপোড়েন