The Social Dilemma - সোশ্যাল মিডিয়ার বলির পাঁঠা হওয়া থেকে বাঁচতে শিখায় যেই ডকুমেন্টারি

 আমি চাই হিন্দু মুসলিম সবাই মিলেমিশে থাকুক। দাঙ্গা-হাঙ্গামা না ঘটুক।

আমার নিউজফিডে প্রায় সবার লেখাতেও একই মতামত দেখছি। কিন্তু মজার ব্যাপারটা হচ্ছে, আমার পাশের মানুষটার নিউজফিডে কী আসছে তা আমি মোটেই জানতে পারছি না। এমনটা হতেই পারে যে তার নিউজফিড ভরপুর সব হিন্দুবিদ্বেষী পোস্ট দিয়ে। তার চোখে হয়ত আমি-আপনি সবাই তার মতোই হিন্দুবিদ্বেষী! ভাবা যায়?

ঘটনা দুই। ডেলিভারি নিয়ে বিড়ম্বনায় পড়েছিলাম। তো সমাধানের আশায় ফেসবুকে Delivery Agency একটু কিনা ঘাটাঘাটি করেছি। আর এতেই কিনা আমার নিউজফিড এখন Redx, Pathao আর Ecourier-র বিজ্ঞাপনে ভরা!

এর মানেটা কী? ফেসবুক কি আমার ভাবনা, পছন্দ, অপছন্দ সবই জানে?

সোশ্যাল মিডিয়ায় যে যা দেখতে চায়, তবে কি তার কাছে শুধু সেসবই পৌঁছায়?

আরেকটা বিষয়, আমার নিউজফিডে এমন কিছু মানুষকেই আমি বেশিরভাগ সময় দেখি যাদের সাথে প্রতিনিয়ত আমি নিজেকে তুলনা করি এবং ভাবি আমি তাদের চেয়ে অনেক পিছিয়ে। এমনটাও কেনো ঘটে?

এরকম অসংখ্য প্রশ্ন যেসবের উত্তর আমার কাছে পরিষ্কার ছিল না, সেসব প্রশ্নের সবিস্তর উত্তর পেয়েছি আজকের দেখা 'The Social Dilemma' ডকুমেন্টারিতে।

সোশ্যাল মিডিয়ার অসংখ্য কারসাজি নিয়ে নেটফ্লিক্সের একটি ডকুমেন্টারি এটি। এটা দেখলে আপনি বুঝতে পারবেন তারা কিভাবে আমাদের দাসত্বের শৃঙ্খলে বন্দী করে রাখছে। এই দুনিয়ায় আমি আপনি প্রতিনিয়ত কীভাব তাদের প্রোডাক্ট হিসেবে পরিগণিত হচ্ছি। এটি আরো শেখাবে কীভাবে সোশ্যাল মিডিয়ার বলির পাঁঠা হওয়া থেকে বাঁচা যায়।

এই ডকুমেন্টারি থেকে আমার ভালো লাগা কিছু লাইন -

"If you’re not paying for the product, then you are the product. Your attention is the product being sold to advertisers"

"When we were making the like button, our entire motivation was ‘can we spread positivity and love in the world?’ The idea that fast forward to today and teens would be getting depressed when they don’t have enough likes or it could be leading to political polarisation was nowhere on our radar."

"Never accept a video recommended to you on YouTube. Always choose. That’s another way to fight"

"Before you share, fact check. Consider the source. Do that extra Google. If it seems like it’s designed to push your emotional buttons, it probably is"

"We have a team of engineers whose job is just to monitor your daily activity."



Comments

Popular posts from this blog

স্বপ্নডানা - আকাশছোঁয়ার গল্প বলবে যে বই

Aspirants - ক্যারিয়ার, প্রেম ও বন্ধুত্বের টানাপোড়েন

অনাত্মীয় দম্পতি - চাকরি জীবন ও পারিবারিক জীবন নিয়ে গল্প